কানাডায় নারীর হাইমেন সার্জারি এখনও বৈধ কেন?

বাবলু চৌধুরী    ০৪:১০ পিএম, ২০২২-০৩-০৮    92


কানাডায় নারীর হাইমেন সার্জারি এখনও বৈধ কেন?

আমরা এখন ২০২২ সালের সময়ের জীবন যাপন করছি। এমন সময়ে যদি শোনেন ভার্জিনিটি একটি পণ্য আপনার সামর্থ্য থাকলেই আপনি কিনতে পারেন। নিজেকে পণ্য বলে অনুভব করাতে এমন শল্যচিকিৎসার প্রচলন রয়েছে দেশে দেশে। কুমারী বা অক্ষত যোনীর আকাংখায় এমন অপ্রাকৃতিক সার্জারিতে ঝুঁকছেন নারীরা।  

সতীচ্ছদ সার্জারি বা হাইমেনোপ্লাস্টি

নারীর কুমারীত্ব সার্জারি। মানে কৃত্রিমভাবে কসমেটিক সার্জারির মাধ্যমে হাইমেন বা জরায়ুতে সতীচ্ছদ আবরণ যোগ করার যে প্রক্রিয়া সেটিই হাইমেনোপ্লাস্টি। অক্ষত যোনীপর্দা এখনও কীভাবে উন্নত দেশে এমনকী খোদ কানাডায় এটি বৈধ হতে পারে সে বিষয়ে আমার কোন ধারণা নেই। পৃথিবীর কোন নারী এটা বিশ্বাস করতে পারেন না যে তার অক্ষত যোনীই তার মূল যোগ্যতা। বিভিন্ন দেশে এটি নিষিদ্ধ হচ্ছে। যদিও কানাডায় হাইমেনোপ্লাস্টি এখনও বৈধ।  কুইবেকের কলেজ অফ ফিজিশিয়ান প্রদেশের ডাক্তাররা নির্দেশনা দিয়েছিলেন যে সেগুলি কানাডায় করা বন্ধ করতে হবে। যুক্তরাজ্যে হাইমেনোপ্লাস্টি নিষিদ্ধ রয়েছে। যদিও বলা হচ্ছে কানাডায় নতুন বিলের অধীনে হাইমেন সংযোজনের অস্ত্রোপচার এবং কুমারীত্ব পরীক্ষা উভয়ই নিষিদ্ধ করা হবে। একটি সংবাদের মাধ্যমে জানতে পারি যুক্তরাজ্যের মানসিক স্বাস্থ্য বিষয়ক মন্ত্রী গিলিয়ান কিগান ওই দেশের দুর্বল নারী ও মেয়েদের সুরক্ষার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। তারা এমন কোন অস্ত্রোপচারকে বৈধতা দেবেন না।

হাইমেন হল একটি ঝিল্লি যা আংশিকভাবে যোনিকে ঢেকে রাখে। এটি প্রথমবার কারো যোনিপথে সহবাস করলে ভেঙ্গে যেতে পারে, কিন্তু মাঝে মাঝে সেটি যৌন সম্পর্ক হলেও থেকে যেতে পারে বা অ-যৌন কারণেও সেটি ভেঙ্গে যেতে পারে। ঘোড়ায় চড়া, স্কিপিং বা সাইক্লিং করা নারীদেরে এটি ভেঙ্গে যায়।যে ঝিল্লি আদৌ প্রমাণ করতে পারে না নারীটি যৌন সহবাসে অভ্যন্ত কী না। অথচ এমনই সার্জারি এখন জনপ্রিয় সৌন্দর্য সার্জারি হিসেবে।

হাইমেনোপ্লাস্টিতে হাইমেনের ছেঁড়া প্রান্তগুলি পুনরায় সংযুক্ত করতে সেলাই ব্যবহার করে।  এটি এখনও কানাডায় বৈধ, যদিও কুইবেক কলেজ অফ ফিজিশিয়ান প্রদেশের ডাক্তারদের ২০১৩ সালে সার্জারি বন্ধ করার নির্দেশনা দিয়েছিল।

কুমারীত্ব পরীক্ষা

কুমারীত্ব সাধারণত "পরীক্ষিত" হয় চোখের জলের মত হাইমেন স্পর্শ করে বা যোনির দেয়াল বুঝতে যোনিতে দুই আঙুল প্রবেশ করিয়ে। এটি টু ফিংগার টেস্ট নামে পরিচিত। বোস্টন ইউনিভার্সিটির মেডিসিনের অধ্যাপক এবং বোস্টন ইউনিভার্সিটি স্কুল অফ পাবলিক হেলথের হেলথ ল, বায়োইথিক্স এবং হিউম্যান রাইটস বিভাগের একজন ফ্যাকাল্টি সদস্য ড. স্যান্ড্রা ক্রসবি বলেছিলেন, ‘এটি মূলত যৌন নিপীড়নের একটি রূপ।’

টরন্টোর একটি প্লাস্টিক সার্জারি ক্লিনিক অনুসারে, কিছু লোক যৌন নির্যাতনের পরে ওই নারীদের হাইমেনোপ্লাস্টি করে দেয়। তবে এর মূল উদ্দেশ্যটি কুমারীত্বের সাথে সম্পর্কিত।  কেউ একটি অক্ষত হাইমেন ব্যবহার করে "প্রমাণ" করতে চায় যে তারা কুমারী, অথবা তারা তাদের বিয়ের রাতে রক্তপাত প্রমাণ করতে এটি করে থাকেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, কুমারীত্ব পরীক্ষা শুধুমাত্র ক্ষতিকারক নয় এটির কোন বিশ্বাসযোগ্যতা নেই। ২০১৮ সালে সংস্থাটি বলেছিল, "পৃথিবীতে এমন কোন প্রমাণিত পরীক্ষা নেই যা যোনির সঙ্গমের ইতিহাস প্রমাণ করতে পারে।"

সংস্থাটির মতে, ‘একটি হাইমেনের উপস্থিতি সহবাসের একটি নির্ভরযোগ্য ইঙ্গিত নয়। এটি মানবাধিকার লঙ্ঘন এবং তাৎক্ষণিক এবং দীর্ঘমেয়াদী ক্ষতিকর পরিণতি হতে পারে। ব্রিটিশ কাগজ সানডে টাইমসের ২০২০ সালের একটি গবেষণা জরিপে দেখা গেছে যে হাইমেনোপ্লাস্টিগুলি প্লাস্টিক সার্জনদের জন্যে বড় একটি উপার্জনের জায়গা। খবরের কাগজটি সারা দেশে ২২টি  ক্লিনিক চিহ্নিত করেছে যেগুলো হাইমেনোপ্লাস্টি প্রক্রিয়াটি সম্পাদন করে ও  প্রতিবার গড়ে প্রায় ৫লাখ টাকা চার্জ করে।

আমি এখন যে দেশে থাকি সে দেশে  কানাডা জুড়ে হাইমেনোপ্লাস্টি পরিষেবা সহজলভ্য। গুগলে একবার সার্চ করে দেখুন।  টরন্টো এবং গ্রেটার টরন্টো এরিয়া, ক্যালগারি, এবং উইনিপেগ, সেইসাথে মন্ট্রিল সহ বিভিন্ন অঞ্চলে এটির ফলাফল দেখায়। যদিও কুইবেক কলেজ অফ ফিজিশিয়ান্সের ২০১৩ সালের একটি নিষেধাজ্ঞামূলক নির্দেশনা রয়েছে।

ব্রিটেনের ইরানি এবং কুর্দি নারী অধিকার সংস্থার নির্বাহী পরিচালক ডায়ানা নাম্মি বলেন,আমি বিশ্বাস করি না যে কেউ সত্যিকারের জবরদস্তি ছাড়া নিজের উচ্ছেয় হাইমেনোপ্লাস্টি নেন বা নিতে পারেন। প্রত্যেক নারী এই আক্রমণাত্মক অস্ত্রোপচারের মুখোমুখি হয়। প্রত্যক্ষ বা পরোক্ষ চাপে তারা  নিজেদের ‘কুমারী’ হিসাবে উপস্থাপন করেন। নাম্মি এ বক্তব্য দিয়েছিলেন দ্য গার্ডিয়ানকে। নাম্মির মতে হাইমেনোপ্লাস্টি দীর্ঘ ট্রমা সৃষ্টি করে এবং প্রায় ক্ষেত্রে তারা সহবাসে রক্তপাত ঘটাতে ব্যর্থ হয়।

যদিও এ পর্যন্ত সতীচ্ছদ মেরামত এবং কুমারীত্ব পরীক্ষাকে প্রায়ই মুসলিম সম্প্রদায়ের জন্য নির্দিষ্ট সমস্যা হিসাবে বিবেচনা করা হয়েছে কিন্তু একই কাজ ক্যথলিক খ্রিস্টান এবং ইহুদিদের জীবনযাপনের অনন্য একটি সমস্যা।

২০১৯ সালে র‌্যাপার টিআই বলেছিলেন, তিনি তার ১৮ বছর-বয়সী মেয়ে দেজাহ হ্যারিসকে নিয়ে স্ত্রীরোগ বিশেষজ্ঞের কাছে গিয়েছিলেন হাইমেন পরীক্ষা করতে। প্রতিক্রিয়ায় তিনি বলেছিলেন,এ পুরো ব্যপারটি অতিরঞ্জিত করে দেখানো হয়। যা সত্যের কাছাকাছিও নয়। কন্যা হ্যারিস বলেন, ‘এটা কোনো রসিকতা নয়। ১৪ বা ১৫ বছর বয়স থেকেই তার বাবা তাকে নিয়মিত স্ত্রীরোগ বিশেষজ্ঞের কাছে নিয়ে যেতেন হাইমেন পরীক্ষা করাতে।

 মানুষ যৌনতা তত্ত্বাবধান করে বিশ্বস্তততার জন্য নয় ভালোবাসার জন্যও নয়। এটি নারীর পণ্যায়ন।



রিটেলেড নিউজ

টরন্টোতে দিশা'র প্যানেল মেম্বার রি-ইউনিয়ন সম্পন্ন

টরন্টোতে দিশা'র প্যানেল মেম্বার রি-ইউনিয়ন সম্পন্ন

bcv24 ডেস্ক

দিশা প্যানেল মেম্বার রি-ইউনিয়ন ২০২২৷   গত সোমবার অক্টোবরের ১০ তারিখ ঝমকালো আয়োজনে দিশার নতুন কম... বিস্তারিত

কাল 'বাংলা রক ফেস্টে' টরন্টো মাতাবেন ফুয়াদসহ ৫ ব্যান্ড দল

কাল 'বাংলা রক ফেস্টে' টরন্টো মাতাবেন ফুয়াদসহ ৫ ব্যান্ড দল

bcv24 ডেস্ক

আগামীকাল শনিবার (২৭ আগস্ট) টরন্টো শহরের ১৯০ রেলসাইড রোডের টরেন্টো প্যাভিলিয়ন হলে এ বাংলা রক ফেস্ট ... বিস্তারিত

২০২২ সালে ৪ লাখ ৩০ হাজার স্থায়ী বাসিন্দা নেবে কানাডা

২০২২ সালে ৪ লাখ ৩০ হাজার স্থায়ী বাসিন্দা নেবে কানাডা

bcv24 ডেস্ক

উন্নত ও নিরাপদ জীবনযাপন, চাকরি বা পড়াশোনার জন্য বর্তমান বিশ্বের অন্যতম জনপ্রিয় দেশ কানাডা। আর তাই ... বিস্তারিত

কানাডায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন স্ত্রীসহ বীর মুক্তিযোদ্ধা

কানাডায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন স্ত্রীসহ বীর মুক্তিযোদ্ধা

bcv24 ডেস্ক

শনিবার (৬ আগস্ট) বাংলাদেশ সময় ভোরে কানাডায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্ত্রীসহ নিহত হলেন অধুনা... বিস্তারিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন অব কানাডার বার্ষিক ‘বনভোজন ২০২২’ অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন অব কানাডার বার্ষিক ‘বনভোজন ২০২২’ অনুষ্ঠিত

bcv24 ডেস্ক

সবুজের সমারোহে সজ্জিত টরন্টোর এডামস পার্কের মনোরম পরিবেশে গত ২৪ শে জুলাই রবিবার অনুষ্ঠিত হল চট্ট... বিস্তারিত

অটোয়ায় সফলভাবে মঞ্চস্থ হলো “ তিন কন্যার উপাখ্যান

অটোয়ায় সফলভাবে মঞ্চস্থ হলো “ তিন কন্যার উপাখ্যান

মৈত্রেয়ী দেবী

হল ভর্তি দর্শকশ্রোতার উপস্হিতিতে অটোয়ায় সফল ভাবে মঞ্চস্থ হলো “তিন কন্যার উপাখ্যান”।এমন হল ভর্তি... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত